কর্ণফুলীর তীরে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা

2

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী নদীর হামিদচরে প্রস্তাবিত সমন্বিত অফিস ভবনের জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সারওয়ার করিম নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা পুলিশের একটি টিম এবং চান্দগাঁও ভূমি অফিসের কর্মকর্তারা।
ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, প্রস্তাবিত সমন্বিত অফিস ভবনের জায়গা মাটি উত্তোলনের খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মাটি উত্তোলনের অপরাধে সারওয়ার করিম নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।