কর্ণফুলীতে মারামারির ঘটনায় ৩ চাচার বিরুদ্ধে ভাতিজার মামলা

28

কর্ণফুলীতে দোকান ও ব্যবসায়ীক টাকার হিসাব নিকাশ চাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ৩ জন চাচার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভাতিজা সরওয়ার উদ্দিন। গত ৮ ডিসেম্বর কর্ণফুলী থানায় ভাতিজা সরওয়ার উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন চাচা মোহাম্মদ নাছির উদ্দিন (৩৬), মোহাম্মদ আবদুল মজিদ (৫০) ও আবদুল আজিজ। আসামিরা কর্ণফুলী থানাধিন দক্ষিণ শাহ মীপুর গ্রামের বাসিন্দা মৃত নুর হোসেনের পুত্র। উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার বড় উঠান ইউপির শাহমীরপুরের দারোগা হাট এলাকায় দোকান ও টাকা পয়সার হিসাব নিকাশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়। তবে ভতিজা মনির উদ্দিন গুরুতর আহত হয়। মামলা সূত্রে জানা যায়, মামলার বাদি ১ নং আসামি চাচা নাছিল উদ্দিনকে ব্যবসা করার জন্য চার লাখ ২০ হাজার টাকা প্রদান করেন। এর হিসাব নিকাশ করতে বলা হলে ১ নং আসামি কালক্ষেপন করতে থাকে। ওই ঘটনাকে কেন্দ্র করে গত ৫ ডিসেম্বর দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এর জেরে গত শনিবার বাদি ও তার ভাইয়ের উপর হামলার ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়। ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় বাদিও লিখিথ অভিযোগ পাওয়ার পর একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।