কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান কর্ণফুলী প্রতিনিধি

5

 

কর্ণফুলীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, হিমায়িত মাংস বিক্রিসহ নানা অপরাধে জরিমানা ৭০ হাজার টাকা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মইজ্জ্যারটেক এলাকায় মেয়াদোউত্তীর্ণ পণ্য রাখা, আবাসিকের ভিতর নোংরা পরিবেশে চামড়া প্রক্রিয়াজাত করার দায়ে এসব জরিমানা করা হয়। গত ১০ জুন বিকেল ৫টায় এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা। জানা যায়, উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় আলী আব্বাস নামে এক ব্যবসায়ী প্যাকেটজাত হিমায়িত মাংস কর্ণফুলীর বিভিন্ন বাজারের বিক্রি করলেও ফ্রিজিং চেইন নেই। এছাড়া মেয়াদোউত্তীর্ণ বিউটি ক্রিমের প্যাকেট পাওয়া যায়।
এদিকে আবাসিকের ভিতর চামড়া প্রক্রিয়াজাত করায় ইউনিয়ন, ভোক্তা ও পরিবেশ আইনে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে মেয়াদউত্তীর্ণ পণ্য গুলো সাধারণ মানুষের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।