কর্ণফুলীতে কোস্ট গার্ডের হাতে আটক ১০

21

জুয়া খেলায় মারামারির সময় অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে কোস্টগার্ড। গত শুক্রবার রাত ৩ টার দিকে কর্ণফুলী উপজেলার ডায়মন্ড সিমেন্ট কারখানা সংলগ্ন ইছানগর বাংলা বাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় জুয়াড়িদের কাছ থেকে জুয়ার খেলার উপকরণ, ১১টি মোবাইল ও ৮ হাজার ২৯২ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মৃত আব্দুল হাকিমের পুত্র নূর হোসেন (৬০), লেদু মিয়ার পুত্র আবুল কালাম (৩৫), মোহাম্মদর ইউসুফের পুত্র মোহাম্মদ সেলিম (৩৫), মৃত ফজল করিমের পুত্র মোহাম্মদ শেখ আহম্মদ (৩৫), হাজী শাহ আলমের পুত্র মোহাম্মদ বেলাল হোসেন (৩০), আবুল কাশেমের পুত্র মোহাম্মদ ইদ্রিস (৪৫), খায়ের আহম্মদের পুত্র মোহাম্মদ পেয়ার আহম্মদ (৪২), মোফাজ্জল হোসেনের পুত্র মোহাম্মদ ইদ্রিস (৩৫), মৃত আব্দুর সবুরের পুত্র মোহাম্মদ আব্দুল মাবুদ (৪০), মৃত মোহাম্মদ নবীর পুত্র মোহাম্মদ সেকান্দার (৪৭)। আটককৃত সকলের বাড়ি কর্ণফুলী উপজেলার ইছানগর গ্রামে।
কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃত জুয়াড়িরা জানায় তারা প্রায়শ ওই স্থানে খেলতো। প্রতিদিন টাকার বিনিময়ে এসব খেলা চালানো হতো। তিনি আরও জানান, কোস্ট গার্ডের আওতাধীন এসকল এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, কোস্টগার্ড ১০ জুয়াড়িকে টাকা, মোবাইল সেট ও জুয়ার কার্ডসহ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।