কর্ণফুলীতে কারেন্ট জাল জব্দ জরিমানা আদায়

4

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলীতে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও নোংরা পরিবেশে শুঁটকি উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে কর্ণফুলী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ব্রিজঘাট ও চরপাথরঘাটা এলাকায় গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।
অভিযানকালে কোল্ড স্টোরেজ, বরফ কল, শুঁটকি পল্লীতে ২টি মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার শাহিনা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) শিরিন আক্তার। অভিযান পরিচালনাকালে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করার পর তা পুড়িয়ে দেয়া হয়। এ সংক্রান্তে ৪টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার শাহিনা সুলতানা জানান, মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখা হবে।