কর্ণফুলীতে কর্মজীবীর শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার চালু

16

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলীতে কর্মজীবিদের শিশুদের জন্য জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রথম ডে কেয়ার সেণ্টার চালু করা হয়েছে। উপজেলার চরপাথরঘাটায় ৩০ আসন বিশিষ্ট ৬ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য এ ডে কেয়ার সেন্টার চালু করা হয়। প্রথম স্থাপিত এ ডে কেয়ার সেন্টার সম্প্রতি উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক এমপি চেমন আরা তৈয়ব। তিনি বলেন, ডে কেয়ার সেণ্টারে নিয়োগপ্রাপ্ত কর্মীকে প্রতিটি শিশুকে তাদের নিজের সন্তানের মতো করে পরিচর্যার করতে হবে। কারো কোন ধরণের অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাকে চাকরীচ্যুতিসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারী প্রদান করা হয়। জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলার চরপাথরঘাটা মাদ্রাসা পাড়ার রিহান ভবনে প্রতিষ্ঠিত ডে কেয়ার সেন্টারে পোশাক শ্রমিকের পাশাপাশি শ্রমজীবি নারীদের সন্তানকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ যতেœ রাখা হবে। এ জন্য মাসিক দুইশত টাকা ফি ধার্য্য করা হয়। ডে কেয়ার সেন্টারে শিশুদের জন্য প্রতিদিন ফ্রি সকাল-বিকাল নাস্তা, খেলার প্রয়োজনীয় খেলনা, দুপুরে ভাত ও পাঠদানের ব্যবস্থা রাখা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগমের সঞ্চালনায় ও কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এমএন সাফা, খালেদা আক্তারচৌধুরী, সঞ্চিতা বড়ুয়া, শাহানা পারভীন, দিলুয়ারা কায়েস, নুরীমন, নিলুফার জাহান ও মোমেনা আক্তার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জম্মবার্ষিকী উদযাপন করেন।