করোনা-শ্রাবণ

22

ক.
এ কেমন শ্রাবণ ছোঁয়া
করোনা- বেণীর সৌরভে
উত্তাল কদম
অথচ প্রতিদ্বন্দ্বী নির্বিকার।

খ.
টোলপড়া গলি পেরোলেই
শ্রাবণকাল
চারপাশের পদাবলি নিষ্প্রাণ
বরিষায় কেবল উদাসীনতা ঝরে।

গ.
বৃষ্টির ঘর- গেরস্থি
ক্লান্তিহীন জেগে আছে
দূরে কোথাও কদম ফুলের চুলে
বিলি দেবার প্রহরে
সরোদের ঝংকার আজ জড়োসড়ো
বেলা থেকে অবেলা
দীর্ঘতর হতে হতে প্রশ্ন করে…
করোনা- শ্রাবণ আনবাড়ি যাবে কী ?