‘করোনা রোগীরাও মানুষ, এদের তাচ্ছিল্য না করে বাঁচাতে এগিয়ে আসুন’

50

হজ্ব এজেন্সি আল মাবরুর হজ্ব কাফেলার চেয়ারম্যান শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, করোনা নামক অদৃশ্য ভাইরাসের বিষাক্ত ছোবলে ক্ষতবিক্ষত গোটা বিশ্ব। করোনায় মৃত ব্যক্তিকে যেভাবে অবহেলা ও তাচ্ছিল্য করা হচ্ছে, যেভাবে সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে, তা কেবল অমানবিকই নয় বরং গর্হিত অপরাধও বটে। করোনা আক্রান্তরাও মানুষ। এদেরও রয়েছে জন্ম-মৃত্যুর ক্ষেত্রে নির্ধারিত সর্বপ্রকার ন্যায্য অধিকার প্রাপ্তি। সুতরাং কোনপ্রকার অবহেলা কিংবা তাচ্ছিল্য না করে এদের বাঁচাতে স্ব স্ব অবস্থান থেকে সকলেরই এগিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেন। আল্লামা জুবাইর জাতীয় জীবনের এহেন কঠিন সংকটকালে বহুমূখী সেবামুলক সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন (একেএমবি) এর উদোগে গৃহীত করোনা রোগীদের চিকিৎসা সেবায় এম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। অতঃপর এ মহতী উদ্যোগ বাস্তবায়নে একেএমবিকে আল মাবরুর পরিবারের পক্ষ থেকে একটি এম্বুলেন্স এর জন্য অনুদান প্রদান করা হয়। একেএমবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম সোলায়মান ফরিদ বলেন, কোবিড -১৯ মোকাবিলায় যেখানে বিশ্বের শক্তিধর দেশ সমৃহ খেই হারিয়ে ফেলেছে সেখানে বাংলাদেশ এর মত জনসংখ্যাসমৃদ্ধ উন্নয়নশীল একটি দেশের ত্রাহি অবস্থা হওয়া বিষ্ময়ের কিছু নয়। গত ১৫ জুন আল মাবরুর হজ্ব কাফেলা কার্যালয়ে আল মাবরুর হজ্ব কাফেলা ও একেএমবির ট্রাস্টি বোর্ডের মধ্যকার এক সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-একেএমবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম সোলায়মান ফরিদ, স ম হামেদ হোসাইন। আল মাবরুর হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এ এম মঈনউদ্দিন চৌধুরী হালিম, পরিচালক আলহাজ্ব আক্কাস উদ্দিন খোন্দকার। প্রকল্প বাস্তবায়ন উপ কমিটির সদস্য এম মহিউল আলম চৌধুরী, আলহাজ্ব এম ওয়াহেদ মুরাদ, লায়ন মুহাম্মদ ইমরান, আবদুল্লাহ ইকবাল। আল মাবরুরের খলিলুর রহমান ও জসিম উদ্দীন সোহেল প্রমূখ। পরিশেষে বাংলাদেশ সহ বিশ্ব থেকে এ অভিশপ্ত অদৃশ্য করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া ও মুনাজাত করেন শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিজ্ঞপ্তি