করোনা রোগীদের পাশে রোটারি ক্লাব

37

রোটারী ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট ও রোটারী ক্লাব অব চিটাগাং এলিটস্ এর যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর ও রোটারী ইন্টারন্যাশনাল ২০২০-২০২১’র এসিস্ট্যান্ট গভর্নর আমিনুল হক বাবুর সার্বিক তটটযৃবধানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করোনা রোগীদের পর্যাপ্ত গরম পানি প্রাপ্তি নিশ্চিতে জনপ্রতি একটি ফ্লাগস্ নিশ্চিত করণে ৫০টি ফ্লাগস্ এবং ৫০০ লিটার মিনারেল ওয়াটার সম্প্রতি চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি’র হাতে হস্তান্তর করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র প্রেসিডেন্ট (২০২০-২১) ইঞ্জিনিয়ার মোঃ ইমরান, রোটারী ক্লাব অব চিটাগাং এলিটস্ এর চার্টার প্রেসিডেন্ট নওশাদ চৌধুরী মিটু, ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান, এমওসিএস ডাঃ ওয়াজেদ চৌধুরী অভি, ডাঃ নুরুর হায়দার সহ প্রমুখ। এসময় সাভিল সার্জন বলেন, প্রতিটি করোনা রোগীর বেডের পাশে গরম পানিসহ এ ফ্লাগস্ রেডি থাকবে। তিনি এ মহৎ উদ্যোগের জন্য রোটারী ক্লাব নেতৃবৃন্দকে ধণ্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আমিনুল হক বাবু বলেন, মানুষ মানুষের জন্য, এভাবে প্রত্যেক মানুষের ক্ষুদ ক্ষুদ্র অংশ গ্রহণের মাধ্যমে এ মহামারি করোনা যুদ্ধ আমরা জয় করব। বিজ্ঞপ্তি