করোনা মোকাবেলায় এনজিওরা ভ‚মিকা রাখতে পারে

7

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী করোনা মহামারী মোকাবেলায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তা নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছেন। কারণ কোভিড নিয়ন্ত্রণের ব্যাপারে দেশের মানুষ এখনও তেমন সচেতন নয়। তাই দেশের মানুষকে সচেতন করতে এনজিওরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। তিনি গত সোমবার ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত এডভোকেসি এন্ড কমিউনিকেশন ক্যাম্পেইন অন কোভিড-১৯ এসআইডিআর প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন কর্পোরেশনের সচিব খালেদ মাহমুদ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম। আরো বক্তব্য রাখেন ব্র্যাক পিএসইউ এর বিভাগীয় ম্যানেজার মো. নজরুল ইসলাম, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাঠ সমন্বয়কারী সুব্রত টুডু ও কোভিড-১৯ এডভোকেসি এন্ড কমিউনিকেশন ক্যাম্পেইনের প্রোগ্রাম ম্যানেজার শেখ মুজিবুল হক। এতে আরো বক্তব্য রাখেন ব্র্যাক ইউডিপি ম্যানেজার মো. হানিফ উদ্দীন, বিজিএমইএ-র প্রতিনিধি মো. রাশেদুল আলম, চট্টগ্রাম সিভিল সার্জনের পক্ষে ডা. মো. নুরুল হায়দার, শিল্প পুলিশের পক্ষে এ.এস.পি ফজলুল ইসলাম, বিআইএলএস’র সভাপতি শ্রমিক নেতা এ. এম নাজিমউদ্দীন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট এর মো. মাসুম বিল্লা প্রমুখ। সিটি মেয়র আরো বলেন, ব্র্যাক আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য অনেক সুনাম বয়ে এনেছেন। আমার প্রত্যাশা তারা নগরীতে পর্যাপ্ত গণ শৌচাগার স্থাপনের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে নাগরিক সেবা কার্যক্রমে যুক্ত হবে। কারণ পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নগরে স্বাস্থ্যসম্মত গণ শৌচাগারের প্রয়োজনীয়তা রয়েছে। কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যক্ষেত্রকে বিবেচনায় নিয়ে পরিবেশকে সুরক্ষিত করা আবশ্যক।