করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে

24

সবাই মিলে কাজ করলে কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী। গত ১৯ এপ্রিলজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জেলা ও উপজেলা প্রশাসন, সামরিক বেসামরিক এবং জনপ্রতিনিধি সবাই মিলে এক সাথে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হলে মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব। দেশের অন্যান্য জেলার চেয়ে কোভিড-১৯ সংক্রমণ পার্বত্যাঞ্চলে অনেক কম। তাই এই ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কোন ক্রমেই যেন সংক্রমণ বেড়ে না যায় সে দিকে সবার খেয়াল রাখতে হবে। রাঙামাটিতে করোনার প্রথম ঢেউ যে সুন্দরভাবে মোকাবেলা করা হয়েছিল ঠিক করোনার দ্বিতীয় ঢেউও সে ভাবে আপনারা মোকাবেলা করবেন এ প্রত্যাশা করছি। তিনি আরও বলেন, সদর জেনারেল হাসপাতালে আইসিইউ বেড, ডাক্তার, নার্স ও আধুনিক সরঞ্জামির সংকট রয়েছে। সংকট নিরসনে আগামীতে এ সকল সমস্যার সমাধান করা হবে। করোনা ভাইরাসে যেন জনজীবন পিছিয়ে না পড়ে সে দিকে নজর রাখতে জেলা প্রশাসনকে দিক নিদের্শনা প্রদান করেন। স্বাস্থ্য বিষয়ে আরো বেশী বেশী গুরুত্ব দিতে সিভিল সার্জনকে অবগত করেন। জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় করোনা ও অন্যান্য বিষয়ের উপর মতামত প্রদান করেন ডিজিএফআই কর্ণেল জিএস ইমরান ইবনে রউফ, এনএসআই যুগ্ন পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।