করোনা ভাইরাস চট্টগ্রামে একদিনে ৩ জনের মৃত্যু শনাক্ত ৪১

13

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ জনে। এ সময় চট্টগ্রামে ১ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় আরও ৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৮২৫ জনে। এদিন নমুনা অনুপাতে শনাক্তের হার ৩ দশমিক ০৮ শতাংশ। গতকাল রবিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান জানান, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে নগরের ২০ জন এবং উপজেলার রয়েছেন ২১ জন। এ সময় চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়।
ল্যাবভিত্তিক তথ্য মতে, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই সময়ে জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন, অ্যান্টিজেন টেস্টে ৬ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।