করোনা বিষয়ক পোস্ট দিয়ে নিষিদ্ধ ডেলে আলি

19

সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ডেলে আলি। টটেনহামের ইংলিশ মিডফিল্ডারকে এই শাস্তি দিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন। গত ফেব্রæয়ারিতে স্ন্যাপচ্যাটে এক ভিডিও পোস্ট করেন ২৪ বছর বয়সী তারকা। সেই ভিডিও ছিল করোনার প্রাদুর্ভাবের সময় এক এশিয়ানকে নিয়ে উপহাসের। এক এয়ারপোর্ট লঞ্চে ফেস মাস্ক পরিহিত অবস্থায় ভিডিওটিতে দেখা যায় আলিকে। এরপরই ক্যামেরা ঘুরে যায় এক এশিয়ান লোকের দিকে।
পরে ক্যামরা জুম করে দেখায় এক জীবাণুনাশক হ্যান্ডওয়াশ বোতল। বিষয়টি যে এশিয়ান লোকটিকে কটাক্ষ করে করা তা বুঝতে বাকি ছিল না ফুটবল অ্যাসোসিয়েশনের। এক ম্যাচ নিষিদ্ধ ও ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।