করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব কঠোর করার আহবান

46

আন্জুমানে রজভীয়া নূরীয়ার আন্তর্জাতিক সচিব ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজার নিজস্ব তত্ত্বাবধানে ৬ এপ্রিল সোমবার বিকালে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্পটে অসহায় সাধারণ নারী-পুরুষদের মাঝে মাস্ক বিতরণ এবং হ্যান্ড স্যানিটাইজার দ্বারা হাত ধৌতকরণ কর্মসূচি পালন করা হয়। এসময় তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে। আমাদের দেশেও মরণঘাতি করোনার আক্রমণ বাড়ছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাধারণ মানুষ বিনা কাজে ঘরের বাইরে যাতে ঘুরাফেরা করতে না পারে সেব্যাপারে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। কারো কাছে রোগের উপসর্গ দেখা দিলে দ্রূত চিকিৎসকের শরানাপন্ন হওয়ার এবং মহামারী করোনা দুর্যোগে সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে থাকার উদাত্ত আহবান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মাছুমুর রশিদ, ভাইস চেয়ারম্যান এস এম ইকবাল বাহার, হাফেজ আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ শিহাব উদ্দিন জির্মন, মুহাম্মদ বেলাল, মুহাম্মদ তৈয়ব প্রমুখ। বিজ্ঞপ্তি