করোনা প্রতিরোধে ফটিকছড়ি প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী

123

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে জনসমাগম এড়াতে সারা দেশের ন্যায় চট্টগ্রামের ফটিকছড়িতেও উপজেলা প্রশাসনের পাশাপাশি মাঠে টহল অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। হাতেগুনা কয়েকটি লোকাল সিএনজি ছাড়া বড় কোন যানবাহন সড়কে চলাচল করতে দেখা যায়নি। এতে পুরো উপজেলা নিস্তব্ধ হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের বিবিরহাট বাজার, নাজিরহাট বাজার, নানুপুর বাজার, আজাদী বাজার, কাজিরহাট বাজার, হেঁয়াকো বাজারসহ উপজেলার প্রায় ছোট-বড় সব বাজারের সকল মার্কেট বন্ধ রয়েছে। শুধু ওষুধের দোকান, মুদি দোকান, কাঁচাবাজারের দোকান ছাড়া বাকী সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। গত দুদিন ধরে উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদুল আরেফিন নেতৃত্বে উপজেলা প্রশাসন ও সেনাবহিনীর টিম উপজেলার বাজারগুলো ও সড়কে টহল দিচ্ছে। একজনকে নির্দেশনা না মানায় ১০হাজার টাকা জরিমান করা হয়েছে বলে জানা যায়। কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা তা মানছেন কি না, তা তদারকি করছে সেনাবাহিনীর টিম।
তাদের সঙ্গে কাজ করছেন পুলিশ সদস্যরাও। লোকজনকে অযথা বাইরে ঘোরাঘুরি বন্ধ করে ঘরে থাকার আহŸান করেছেন সেনাবাহিনীর সদস্যরা। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ি উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য দোকান ছাড়া বাকি সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।