করোনা পরীক্ষায় ভ্রাম্যমাণ সহায়তা দিচ্ছে গাউসিয়া কমিটি

29

করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের মাত্র একশত টাকা সরকারি ফি দিয়ে করোনা পরীক্ষার সুযোগ নিতে সহায়তা করছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। হতদরিদ্রদের জন্য এই একশত টাকা ফি ছাড়াই টেস্ট করার সুযোগ রয়েছে। সরকার অনুমোদিত ৬টি আরবান ডিসপেনসারির সম্মুখে, ভ্রাম্যমাণ বিশেষ গাড়ি থেকে এই টেস্ট করা হয়, যা অধিকতর নিরাপদও বটে। অন্তহীন ফাউন্ডেশনের সাথে এই সেবায় যুক্ত হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। ২৯ নভেম্বর সকালে হালিশহর আরবান ডিসপেনসারির সম্মুখে গাউছিয়া কমিটি বাংলাদেশের পক্ষে চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার ও করোনা রোগী সেবা ও মৃতের দাফন কর্মসূচীর প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার এবং অন্তহীন ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী মহাপরিচালক সাইদুল হকের যৌথ ঘোষণার মাধ্যমে এই সমন্বিত সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই সময়ে গাউসিয়া কমিটি দক্ষিণ জেলা সভাপতি কমর উদ্দিন সবুরও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি