করোনা পরীক্ষায় ফি আরোপ অবিবেচনাপ্রসূত

37

সরকারি হাসপাতালে করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য ফি নির্ধারণ করার সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক ও চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান। নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত প্রত্যাহার করে সরকারি-বেসরকারি হাসপাতালে সবার জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান। ২ জুলাই বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, করোনা মহামারীর কারণে হতদরিদ্র, দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর যেখানে দুবেলা ভাত খাওয়ায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেখানে করোনা পরীক্ষায় ফি আরোপ হাস্যকর ও হটকারী সিদ্ধান্ত। জনগণের উপর অর্থনৈতিক চাপ না বাড়িয়ে সরকারী বিভিন্ন প্রকল্পে দুর্নীতির রাশ টেনে ধরে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহবান জানানা নেতৃদ্বয়।