করোনা : থাইল্যান্ডে নতুন আক্রান্ত নেই, নেই মৃত্যুও

25

চীনের বাইরে করোনাভাইরাস ছড়ানো প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম থাইল্যান্ড আক্রান্ত ও মৃত্যুহীন আরও একটি দিন পার করেছে। শনিবার দেশটিতে নতুন কোনো করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়নি এবং কারও মৃত্যুও হয়নি বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির সরকারের সেন্টার ফর কোভিড-১৯ সিচুয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র তাওউইসিন উইসাননুইয়োথিন বলেন, “আজ দুটি শূন্য (নতুন আক্রান্ত শূন্য, দৈনিক নতুন মৃত্যু শূন্য)। সহযোগিতা করার জন্য সব থাইকে ধন্যবাদ।” এর আগে ৯ মার্চও থাইল্যান্ড নতুন কোনো আক্রান্ত ছাড়াই পার করেছিল। তারপর থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো নতুন কোনো আক্রান্ত ছাড়া আরেকটি দিন পার হল। চীনের উহানে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার দুই সপ্তাহের মধ্যে থাইল্যান্ডে কোভিড-১৯ রোগী ধরা পড়লেও প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বড় ধরনের সাফল্য দেখিয়েছে দেশটি। ১৩ জানুয়ারিতে দেশটিতে প্রথম কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর চার মাস পার হলেও দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে অনেকটা কম। শনিবার দুপুরে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ করা তথ্য অনুযায়ী, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৫ জন ও মৃত্যুর সংখ্যা ৫৬। আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে থাকায় বিধিনিষেধ শিথিল করার পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। রোববার থেকে শপিং মল ও ডিপার্টমেন্টাল স্টোরগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে। রাত্রিকালীন কারফিউও এক ঘণ্টা কমিয়ে রাত ১০টা থেকে ভোর ৪টার পরিবর্তে রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত করা হয়েছে।