করোনা : জাপানে একমাসের জরুরি অবস্থা

11

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে রাজধানী টোকিওসহ আশেপাশের আরও তিনটি এলাকায় একমাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাপানে প্রতিদিন রেকর্ড ৭ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাস সংক্রমিত হচ্ছে। এ পরিস্থিতিতেই বৃহস্পতিবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ৮ জানুয়ারি থেকে ৭ ফেব্রæয়ারি পর্যন্ত টোকিওসহ সাইতামা, কানাগাওয়া এবং চিবা প্রশাসনিক এলাকায় জরুরি অবস্থা জারি থাকবে বলে জানিয়েছে জাপান সরকার। দেশটির জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ মানুষ এর আওতায় পড়বে। বার এবং রেস্টুরেন্টগুলো করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এই স্থানগুলোতেই বেশি কড়া বিধিনিষেধ জারি থাকবে। স্থানীয় সময় রাত আটটার মধ্যে বার, রেস্টুরেন্ট বন্ধ করতে হবে। অধিবাসীরা অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতে পারবেন না। কাজ করতে হবে বাড়ি থেকে এবং খেলা বা অন্য কোনও বড় অনুষ্ঠানে লোকসমাগমও সীমিত রাখতে হবে।