করোনা আতঙ্কে স্থগিত এশিয়ান ভারোত্তোলন ও শুটিং বিশ্বকাপ

27

করোনাভাইরাস আতঙ্কের কারণে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে উজবেকিস্তান যাওয়া হচ্ছে না গত এসএ গেমসের সোনাজয়ী মাবিয়া আক্তার সীমান্তের।
আগামী ১৮ এপ্রিল উজবেকিস্তানের তাসখন্দে এই প্রতিযোগিতা শুরুর কথা ছিল। প্রতিযোগিতাটি টোকিও অলিম্পিকের বাছাইও।
সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস অতঙ্কের কারণে ইন্টারন্যাশনাল ভারোত্তোলন ফেডারেশন উজবেকিস্তানের প্রতিযোগিতাটি স্থগিত করে দিয়েছে।
করোনাভাইরাস আতঙ্কে স্থগিত হয়ে গেছে শুটিং বিশ্বকাপও। আগামী ১৫ মার্চ ভারতের দিল্লিতে এই প্রতিযোগিতা শুরু কথা ছিল।
দিল্লির প্রতিযোগিতায় বাংলাদেশের ছয় শুটার আবদুল্লাহ হেল বাকী, সৈয়দা আতকিয়া হাসান, শাকিল আহমেদ, রিসালাতুল ইসলাম, জাকিয়া সুলতানা ও আনোয়ার হোসেনের অংশ নেওয়ার কথা ছিল।