করোনায় মৃত পারভেজের পরিবারের পাশে নিষ্ঠা ফাউন্ডেশন

30

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের কদমতলী গ্রামের ছেলে পল্লী চিকিৎসক মোহাম্মদ পারভেজ। বৃদ্ধা মাতা হাজেরা বেগম, তিন যমজ কন্যা নাবিলা, এলিনা, ফারিয়া ও স্ত্রী ইয়াছমিন আক্তারকে নিয়ে চট্টগ্রাম শহরে রৌফবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। একই এলাকায় খাজা ফার্মেসির আয় দিয়ে চলছিল সুখের সংসার। মহামারি করোনায় পুরো পৃথিবীর মতো তাদের সংসারে ঝড় বয়ে যায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল। তিন অবুঝ শিশু, বৃদ্ধা শাশুড়ীকে নিয়ে ইয়াছমিন আক্তার দিশেহারা। কিভাবে শিশুদের মানুষ করবে, সংসার চলবে, বৃদ্ধা শাশুড়ীকে ভাল রাখবে ইয়াছমিন আক্তার? শুরু হল ইয়াছমিনের নতুন জীবন যুদ্ধ, স্বামীর ব্যবসা কেন্দ্র খাজা ফার্মেসি দিয়ে ঘুরে দাঁড়াতে চায়। প্রয়োজন পড়ে বিনিয়োগের জন্য নগদ অর্থ। ইয়াছমিনের স্বপ্ন অলিক হবে না, ইয়াছমিনরা জয়ী হবে ইনশাআল্লাহ। পাশে আছে নিষ্ঠা ফাউন্ডেশন। গত ২০ জুলাই নিষ্ঠা ফাউন্ডেশনের জুবীলি রোডস্থ কামাল চেম্বার কার্যালয়ে সংস্থার পক্ষ থেকে ইয়াছমিন আক্তারের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দীন আহমদ, ভাইস চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে হাফেজ মাওলানা মুহাম্মদ ছালামত উল্লাহ, এম এ সবুর, ড. মুহাম্মদ নুর হোসাইন, সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ তৌহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, অর্থ সম্পাদক মুহাম্মদ আসিক ইউসুফ চৌধুরী, সহ-অর্থ সম্পাদক আব্দুল ওয়াজেদ, দপ্তর সম্পাদক আবু তাহের প্রমুখ। বিজ্ঞপ্তি