করোনায় মৃতদের জানাজা ও দাফন করবে গাউসিয়া কমিটি

103

দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মুসলিম নর-নারীর কাফন, জানাজা ও দাফনেরমত দায়িত্ব নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। ইতোমধ্য এ কমিটি কর্মকর্তা ও সদস্যরা বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাড়িয়ে সর্বোচ্চ মানবতার পরিচয় দিয়ে আসছে। এ বৈশ্বিক করোনা পরিস্থিতিতে আবারো তারা প্রমান করছেন মানুষ মানুষের জন্য। এতে দেশে বিভিন্ন স্থানে ত্রান বিতরন করে আসার পাশাপাশি। দেশের মানুষ যখন এক প্রকার হতাশা ও চিন্তাগ্রস্ত তাদের যদি এ রোগে আক্রান্ত হয় তখন কি হবে। বা মারা গেলে কি হবে তা নিয়ে। আর এমন সংকটময় পরিস্থিতিতে গাউসিয়া কমিটি বাংলাদেশের কর্মীদের বিশাল গুরু দায়িত্বে সরকারের পাশাপাশি মুসলিম ভাই বোনরা স্বাস্থিবোধ করছে। তবে তারা করোনায় মৃতের দাফনকর্মে নিয়োজিতদের পিপিইসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম প্রদানে সরকারের পাশাপপাশি স্থানীয় বিত্তবানদের এগিয়ে আহব্বান জানান। ৬ এপ্রিল সোমবার রাউজানের কর্মরত সাংবাদিকদের এ তথ্য জানান, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং করোনায় মৃতের দাফন কর্মসূচি সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।