করোনায় এক অতিরিক্ত সচিবের মৃত্যু

45

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা একজন অতিরিক্ত সচিব করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৫৯ বয়সী তৌফিক আলম তথ্য কমিশনের সচিবের পদ থেকে গত ফেব্রূয়ারিতে মাসে পিআরএলে গিয়েছিলেন। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানান, তৌফিক আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার সেখানেই তার মৃত্যু হয়।
বিসিএস ৮৬ ব্যাচের এই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। তথ্যমন্ত্রী ও প্রধান তথ্য কমিশনার পৃথক শোকবার্তায় তৌফিক আলমের দীর্ঘ চাকুরিজীবনের কথা স্মরণ করে তার আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। খবর বিডিনিউজের