করোনায় আক্রান্ত আরেক ফরাসি ফুটবলার

11

দানিয়েল রুগানির পর জুভেন্টাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদি।
মঙ্গলবার (১৭ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে ইতালিয়ান সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়নরা। এক অফিসিয়াল বিবৃতিতে জুভেন্টাস জানিয়েছে, গত ১১ মার্চ থেকে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে ছিলেন ফরাসি জাতীয় দলের তারকা।
গত সপ্তাহে জুভেন্টাসের ডিফেন্ডার রুগিনির দেহে করোনা ভাইরাস বা কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এরপর থেকে জুভেন্টাসের সব ফুটবলারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর পর্তুগালের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো।
এদিকে স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়ার ৩৫ শতাংশ খেলোয়াড় ও স্টাফ করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন। সর্বশেষ স্পেনের আরেক ক্লাব এসপানিওলের স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে ৬ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
করোনার প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ফুটবল। এরইমধ্যে ইউরোপ ও আমেরিকার সব ফুটবল আসর স্থগিত হয়ে গেছে।