করোনায় আক্রান্তদের গুয়ানতানামো পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প

28

করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন নাগরিকদের গুয়ানতানামো বে’তে পাঠানোর কথা বিবেচনা করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন একটি বইতে দাবি করা হয়েছে ২০২০ সালের ফ্রেব্রুয়ারিতে সিচুয়েশন রুমে ট্রাম্প কর্মকর্তাদের কাছে জানতে চান, ‘আমাদের কোনও দ্বীপ নেই? গুয়ানতানামোর অবস্থা কী?’ মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কিউবার গুয়ানতানামো বে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি আটক কেন্দ্র। মারাত্মক অপরাধে যুক্ত সন্দেহভাজনদের এখানে আটক রাখা হয়। ৯/১১ হামলায় অভিযুক্তদেরও এখানে আটক রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের যুদ্ধ বন্দিদের আটক রাখে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ মারাত্মক আকার নেওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা পণ্য আমদানি করি। একটা ভাইরাস আমদানি করতে যাবো না।’ পরে নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হন ট্রাম্প।