করোনার ঊর্ধ্বগতি মস্কোতে লকডাউনে বন্ধ দোকান-রেস্তোরাঁ

17

 

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ব্যাপক বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার রাজধানী মস্কোয় লকডাউন জারি করা হয়েছে। সংক্রমণের লাগাম টানতে বৃহস্পতিবার থেকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত লকডাউন থাকবে। এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়েছে, অপ্রয়োজনীয় বিভিন্ন পরিষেবা, পণ্য-সামগ্রীর খুচরা বিক্রির দোকান, রেস্তোরাঁ, ক্রীড়া ও বিনোদনের স্থানের পাশাপাশি স্কুল ও কিন্ডারগার্টেনও লকডাউনের আওতায় থাকবে। তবে এই সময়ে খাবার, ওষুধ ও অন্যান্য জরুরি প্রয়োজনীয় দোকান খোলা থাকবে। করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।