করোনাযোদ্ধা ডা. সজিবকে সংবর্ধনা প্রদান

8

 

চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাক্তন ছাত্র পরিষদ আমরা-৯৫ এর উদ্যোগে স্কুলের কৃতি ছাত্র, হ্যালো ডাক্তারের প্রধান উপদেষ্টা ও সমন্বয়ক, করোনাযোদ্ধা ডা. সজিব তালুকদারের সংবর্ধনা অনুষ্ঠান গত ২৯ অক্টোবর সন্ধ্যায় নগরীর নাসিরাবাদস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওল্ড মিউনিসিপ্যাল স্টুডেন্টস এসোসিয়েশনের (ওমসা) সহ-সভাপতি আনিসুর রহমান লিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুল কবির চৌধুরী। আমরা-৯৫ এর মো. আলী হায়দারের সভাপতিত্বে বক্তব্য দেন আমরা-৯৫ এর বায়েজিদ মাহমুদ নোমান, মো. মশিউর রহমান, ফেরদৌস খান রানা, শাহজাহান করিম, আশরাফ মাসুদ, দুর্বার বড়ুয়া, আফজাল জুনায়েদ জুয়েল, মিন্টু দাশ, আশরাফ মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ আমরা-৯৫ এর পক্ষ থেকে ডা. সজীব তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান করেন।
প্রধান অতিথি বলেন, কোভিড মহামারীতে ডা. সজিব তালুকদার ‘হ্যালো ডাক্তার’ নামক চিকিৎসা সেবা চালুর মাধ্যমে একঝাঁক সাহসী চিকিৎসক, পুরুষ ও মহিলা কর্মীর সমন্বয়ে টিম গঠন করে জাতি-ধর্ম নির্বিশেষে ২৪ ঘন্টা সাধারণ মানুষকে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ঔষধ, টেলিমেডিসিন সেবা, অক্সিজেন, চিকিৎসাসামগ্রী এবং অ্যাম্বুলেন্স সেবা প্রদানের মাধ্যমে চট্টগ্রামবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর এই সাহসী, মানবতাবাদী ও মহৎ উদ্যোগের কারণে করোনা আক্রান্ত মৃত্যুপথযাত্রী অনেক রোগী মৃত্যুর দুয়ার হতে ফিরে এসেছে। বিজ্ঞপ্তি