‘করোনাভাইরাস মানবসৃষ্ট নয়’

24

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস (কোভিড-১৯) মানব সৃষ্ট নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাস টাস্ক ফোর্সের একজন শীর্ষ সদস্য ড. মারিয়া ভ্যান কেরখোভ। বিবিসির একটি অনুষ্ঠানে একথা জানান তিনি। পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস চীনের তৈরি বলে দাবি করে আসছে।
অপরদিকে চীন সেই দাবি নাকচ করে দিয়ে যুক্তরাষ্ট্র করোনা পরিস্থিতি অন্যদিকে প্রবাহিত করছে বলে অভিযোগ করেছে। করোনাভাইরাস প্রাকৃতিক নাকি মানবসৃষ্ট সে বিষয়ে ড. মারিয়া ভ্যান কেরখোভ বলেন, যেসব তথ্যপ্রমাণ তারা পেয়েছেন তাতে বোঝা যায় ভাইরাসটি মানবসৃষ্ট না, এটা প্রাকৃতিক। এই মহামারি শুরু হওয়ার পর থেকেই এই ধরণের নানা তর্ক-বিতর্ক শুরু হয়। চীনের শহর উহানের কোনো ল্যাব থেকে এটা ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেয়া হয়েছে বলে মনে করেন অনেকেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেই বলেন, উহানের ল্যাব থেকে যে ভাইরাসটি এসেছে তা নিয়ে বিস্তর প্রমাণ আছে। যদিও তিনি সুনির্দিষ্ট প্রমাণের কথা উল্লেখ করেননি।