করোনাভাইরাস : প্রথমবারের মতো একজন আক্রান্ত পেল টোঙ্গা

1

 

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টোঙ্গায় প্রথমবারের মতো একজন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার প্রথম রোগী নিশ্চিত হওয়ার পর টোঙ্গাবাসীরা করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলোতে ভিড় করতে শুরু করেছেন। পুরোপুটি টিকা নেওয়া এক ব্যক্তি একটি প্রত্যাবাসন ফ্লাইটে নিউ জিল্যান্ড থেকে দেশে ফেরার পর তার শরীরে সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছে বিবিসি।
আগামী সপ্তাহ থেকে টোঙ্গার প্রধান দ্বীপ টঙ্গেটাপুর বাসিন্দারা সম্ভাব্য লকডাউনের মুখোমুখি হতে পারেন বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী পোহিভা তু’ই’ওনেতোয়া। শেষ যে দেশগুলোতে এখনও করোনাভাইরাস মহামারী পৌঁছায়নি টোঙ্গা তাদের অন্যতম ছিল। নিউ জিল্যান্ডের উত্তরপশ্চিমের এই দ্বীপ দেশটিতে এক লাখেরও বেশি মানুষ বসবাস করে।