করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্কুল বন্ধ করেছে বেইজিং

5

 

করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কয়েক ডজন ভবন লকডাউন করে রাখার পাশাপাশি মে দিবসের ছুটি শুরুর আগের দিনও স্কুল বন্ধ রেখেছে বেইজিং। চীনের রাজধানীতে গত ২২ এপ্রিল থেকে এ পর্যন্ত দুইশর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে বেইজিংয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। রোগীর এ সংখ্যা বিশ্বের বেশিরভাগ অঞ্চলের তুলনায় নগণ্য হলেও চীনের কর্মকর্তাদের জন্য তা উদ্বেগের। দেশটিতে গত ২ বছর ধরে করোনাভাইরাস মোটামুটি নিয়ন্ত্রণেই ছিল। চীনের কেন্দ্রীয় সরকার এখনও ভাইরাসকে সঙ্গী করে না বেঁচে স্থানীয় সংক্রমণ নিশ্চিহ্ন করার নীতিতেই আস্থা রাখছে। মে দিবস উপলক্ষে শনিবার (৩০ এপ্রিল) থেকে ৫ দিনের পূর্বনির্ধারিত ছুটি শুরুর আগের দিন শুক্রবার বেইজিংয়ের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়। ছুটি শেষ হওয়ার পর আগামী বৃহস্পতিবার (৫ এপ্রিল) থেকে স্কুল খুলবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।