করোনাদুর্গত জনগণের পাশে সবসময় আছে জেলা পরিষদ

1

নগরীর সার্সন রোডস্থ জেলা পরিষদ, চট্টগ্রাম ডাকবাংলো প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর ও জেলার করোনাকালীন দুর্গত জনসাধারণের মাঝে বিতরণের উদ্দেশ্যে জেলা পরিষদের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয় গতকাল শনিবার। জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম এ খাদ্য সামগ্রী তাঁদের হাতে তুলে দেন। খাদ্য সামগ্রী হস্তান্তরকালে এম এ সালাম বলেন, জেলার করোনাদুর্গত জনগণের পাশে সবসময়ই আছে জেলা পরিষদ। করোনা মহামারীর কারণে মানুষের জীবন রক্ষার্থে লকডাউনসহ বিভিন্ন বিধি নিষেধ আরোপ করছে সরকার। এতে প্রান্তিক ও নি¤œ-মধ্যবিত্ত পর্যায়ের অনেকেই অভাবগ্রস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের পাশে সকলকে দাঁড়াতে হবে। যত টাকাই লাগুক দেশের সকল জনগণকে ভ্যাকসিন গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছেন দেশরতœ শেখ হাসিনা। এ কার্যক্রম সম্পন্ন হলে করোনা মহামারীর হাত থেকে আল্লাহর রহমতে আমরা রক্ষা পাব ইনশাআল্লাহ। এ জন্য ভ্যাকসিন গ্রহণে সকলকে উৎসাহিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, পরিষদের সদস্য শেখ মোহাম্মদ আতাউর রহমান, আ.ম.ম দিলসাদ, জাফর আহমেদ, শওকত আলম শওকত, কাজী আব্দুল ওহাব, দেবব্রত দাশ, এস.এম আলমগীর চৌধুরী, আবু আহমেদ চৌধুরী, মোহাম্মদ জসীম উদ্দীন, আকতার উদ্দিন মাহমুদ পারভেজ, মোহাম্মদ ইউনুছ, এডভোকেট উম্মে হাবিবা, রেহেনা বেগম ফেরদৌস চৌধুরী, শাহিদা আক্তার জাহানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জেলার করোনাকালিন দুর্গত ১৩০০০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে । এ লক্ষ্যে প্রত্যেক পরিবারকে ৮ কেজি চাল, ১ কেজি খেসারি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি মসুর ডাল ও ২ টি ডেটল বাংলা সাবান প্রদান করা হবে। বিজ্ঞপ্তি