করোনাতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে ই-কমার্স বাণিজ্য

27

 

বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত ‘ই বাণিজ্য করব, নিজের ব্যবসা গড়ব’ প্রকল্পের উদ্যোগে বিজনেস প্রমোশন কাউন্সিল ও ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সহযোগিতায় আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১১দিন ৭৫ জন ই-কমার্স প্রশিক্ষণার্থীদের ১৮ ফেব্রুয়ারি সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। বিশেষ অতিথি ছিলেন বানিজ্য মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান, যুগ্ম সচিব মো. আবদুর রহিম। চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের সভাপতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার, প্রশিক্ষনার্থী আরিফা ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বানিজ্য মন্ত্রী বলেন করোনা যখন প্রকট আকার ধারন করে সব কিছু বন্ধ ছিল তখন ইÑকমার্স বাণিজ্য ব্যপক ভূমিকা রেখেছিল। পুরুষের পাশাপাশি নারী উদ্যেক্তারা এই পেশায় আরো বেশি এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস। বক্তারা আরো বলেন উন্নত দেশগুলোর সাধারণ জনগনের জীবন যাত্রার অংশ হয়ে উঠেছে ই-কমার্স। বাংলাদেশেও ই-কমার্সের সম্ভাবনা অনেক। খুব দ্রুত এর বিস্তার ঘটছে। দেশের অর্থনীতির সমৃদ্ধি, বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখছে। এ ব্যবসায় আরো কিছু নীতিমালা প্রনয়নের আলোকে বিধিবিধান কার্যকর করা জরুরী। যার ফলে ক্রেতারা অনলাইন শপিংয়ে ভরসা পাবে। সভাশেষে বাণিজ্যমন্ত্রী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।