করোনাকালে মানুষের পাশে থাকুন : মেয়র

16

 

নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডবাসীর কল্যাণে অসুস্থ করোনা ও সাধারণ রোগীর প্রয়োজনে তাৎক্ষণিক অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে ১৫ জুলাই চসিক ৬নং কাউন্সিলর এম আশরাফুল আলম’র ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনাকালে মানুষের পাশে থাকুন। বৈশ্বিক মহামারী করোনাকাল এখন খুবই ভয়াবহ। নাগরিক জীবনে সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে। প্রতিটি নাগরিককে মাস্ক পড়া নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামীলীগ নেতা মঞ্জুর হোসাইন, ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ, হুমায়ুন কবির, আবুল কালাম কন্ট্রাক্টর, ইসমাঈল, এস এম মহিউদ্দিন, মো. ইসমাইল, মো. কফিল উদ্দিন, মো. কুতুব উদ্দিন, মো. বেলাল, ডা. সেলিমগীর, হাফেজ আহমদ, নজরুল ইসলাম, মো. শাহজাহান, মো. আলমগীর, কাবেদুর রহমান কচি আসাদুজ্জামান, এস এম জেড খসরু, অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, মো. ফরিদুল আলম, আলী আকবর, মো. কাউসার, মো. সালাহ উদ্দিন, মাহাবুবুল আলম, ইকবাল জোবায়ের লিটন, নূর উদ্দিন, মো. আবছার, লিটন দাশ, মো. জামাল উদ্দিন, মো. ফারুকুল ইসলাম চৌধুরী, আলী বেলাল শাহেদ, হারুনুর রশিদ বাপ্পী প্রমুখ। কাউন্সিলর এম আশরাফুল আলম বলেন, যে কোনভাবে সমন্বিত উদ্যোগে সচেতনতা সৃষ্টি করে আমাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং ধৈর্য ও সাহসের সাথে একে অপরের প্রতি সহানুভূতিশীল থেকে এ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বিজ্ঞপ্তি