করোনাকালে কর্মহীনদের প্রনোদনা দিচ্ছে সরকার

10

 

গত ১ মে পূর্ব ষোলশহর ওয়ার্ড বাদশা চেয়ারম্যান ঘাটায় অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। এসময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর খোঁজ-খবর নেন ও ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে আরো সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজের বিত্তশালীদেরও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আশরাফুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, মোর্শেদুর জান্নাত খসরু, কফিল উদ্দিন, ফরিদুল আলম, মো: আলমগীর, মো: সাইফুদ্দিন, দেলোয়ার হোসেন বাচা প্রমুখ। পরে তিনি মোহরা ওয়ার্ড এলাকায় মহামারী করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন, যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম-আহবায়ক খালেদ হোসেন মাসুক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো: ইমতিয়াজ, জসিম চৌধুরী, সোলাইমান চৌধুরী, আবদুল খালেদ, মো: মুজিবর রহমান, সাইফুদ্দিন সাইফু প্রমুখ। এ সময় তিনি বলেন, করোনার এমন পরিস্থিতিতেও সরকার কর্মহীন মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। কর্মহীন মানুষ যাতে খাদ্য সংকটে না পড়েন সে দিকে লক্ষ রেখে বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে যেমন ব্যাপক উন্নয়ন হয়েছে, ঠিক তেমনি দরিদ্রতার হারও অনেকাংশে কমে এসেছে। তিনি বলেন, মহামারি করোনা পরিস্থিতি থেকে নিজে, পরিবার ও দেশকে রক্ষা করতে হলে সরকারের নীতিমালা অনুসরন করতে হবে। তিনি অতিপ্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহবান জানান এবং প্রয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করার আহবান জানান।