করোনাকালীন বাংলাদেশ ও তারুণ্য ভাবনা নিয়ে ওয়েবিনার

10

 

করোনায় পরিবর্তিত বিশ্ব ও বাংলাদেশ সম্পর্কে ধারণা এবং হতাশাগ্রস্ত তরুণদের অনুপ্রাণিত করার লক্ষ্যে বাঁশখালী টাইমসের উদ্যোগে ‘করোনাকালীন বাংলাদেশ ও তারুণ্য ভাবনা’ শীর্ষক ওয়েবিনার গত ২১ আগস্ট রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন মোটিভেশনাল স্পিকার ও নগদের চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার সোলায়মান সুখন। গেস্ট অব অনার ছিলেন কর্পোরেট ব্যক্তিত্ব তানভীর শাহরিয়ার রিমন। প্রিমিয়ার ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স মো. তারেক উদ্দিনের সঞ্চালনায় এবং বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাতের গ্রন্থনা ও পরিকল্পনায় আলোচনায় অংশ নেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব, ব্যাংকার আমজাদুল আলম মুরাদ। শুভেচ্ছা বক্তব্য দেন বাঁশখালী টাইমসের সহ-সম্পাদক মেশকাতুল ইসলাম, নির্বাহী সম্পাদক আরকানুল ইসলাম, বিভাগীয় সম্পাদক মাহবুব ছোবহান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি