করোনাকালীন অবদানের সম্মাননা প্রদান

10

 

অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশনের উদ্যোগে মহামারি করোনাকালীন সময়ে চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান গত ২৫ অক্টোবর নগরীর চকবাজারস্থ ফাউন্ডেশন কার্যালয়ের বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট ডা. মো. ছমি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড চট্টগ্রাম বিভাগীয় শিক্ষক প্রতিনিধি সদস্য ডা. মোবাশ্বের আলী খাদেম। উদ্বোধক ছিলেন হোমিও চেতনা পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ডা. আবদুল করিম। প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ডা. সালেহ আহমেদ সুলেমান। সাধারণ সম্পাদক ডা. এম.এ ফজলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য, ডা. মৃদুল কান্তি দে, ডা. অঞ্জন কুমার দাশ, পার্কভিউ হসপিটালের এমডি ডা. এ.টি.এম রেজাউল করিমের পক্ষে জি.এম তালুকদার, জিয়াউর রহমান শরীফ, ইপিক হেলথ কেয়ারের ডিরেক্টর অপারেশন এন্ড সিও ডা. মো. এনামুল হকের পক্ষে সিনিয়র ম্যানেজার মো. আরেক হোসেন, এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন, ডা. সেলিফা খাদেম, অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরী, লায়ন ডা. প্রণব রঞ্জন বিশ্বাস, প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনাম, প্রভাষক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক ডা. মো. আব্দুল জলিল, ডা. এসএম রবিউল হোসাইন, ডা. সাফিয়া আসিফ, ডা. মো. এহতেশামুল হুদা প্রমুখ।