করাচি টেস্টের প্রথমদিনেই ১৪ উইকেটের পতন

15

করাচি টেস্টের প্রথমদিনটা হয়ে থাকলো বোলারদের। দিনের ১৪ উইকেটের ১০টি পড়লো সফরকারী দক্ষিণ আফ্রিকার এবং স্বাগতিক পাকিস্তানের ৪টি। দিনের শুরুতে অবশ্য ব্যাটসম্যানরা আভাস দিয়েছিলেন বড় ইনিংস খেলার। মঙ্গলবার (২৬ জানুয়ারি) করাচির জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই প্রোটিয়া ওপেনার ডিন এলগার ও এইডেন মার্করাম। দু’জনের ৩০ রানের জুটি ভাঙেন শাহীন আফ্রিদি। মার্করাম (১৩), রসি ফন ডার ডুসেন (১৭), ফাফ ডু প্লেসিস, অধিনায়ক কুইন্টন ডি কক (১৫) সেট হয়েও দ্রুত উইকেট বিসর্জন দিয়ে আসেন।
এলগার ১০৬ বলে ৯ চারে করেন ৫৮ রান। টেম্বা বাভুমা (১৭), জর্জ লিন্ডে (৩৫), কেশব মহারাজ (০), এনরিখ নর্তশে (০), লুঙ্গি এনগিদি (৮) দ্রæত আউট হয়ে গেলে ১৪ বছর পর পাকিস্তান সফরে যাওয়া প্রোটিয়াদের প্রথম ইনিংস থামে ২২০ রানে। ২১ রানে অপরাজিত ছিলেন কাগিসো রাবাদা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইয়াসির শাহ। আফ্রিদি ও নওমান দু’টি করে উইকেট ভাগাভাগি করেন। সফরকারীদের দ্রুত অলআউট করার সুখস্মৃতি নিয়ে প্রথম ইনিংস শুরু করেছিল পাকিস্তানও। কিন্তু দিনটা যে বোলারদের! দিন শেষ করার আগে স্কোরবোর্ডে ৩৩ রান জমা করতেই ৪ উইকেট নেই তাদের।