কম্পিউটারের দোকানেই তৈরি হয় এনআইডি!

13

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় কম্পিউটারের দোকানে তৈরি হয় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। এ অভিযোগে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাঁচুরিয়া এলাকায় একটি কম্পিউটারের দোকানে অভিযান চালায় র‌্যাব। এ সময় মোহাম্মদ রিদোয়ান (৩৫) নামের এক দোকানদারকে গ্রেপ্তার করা হয়। সে হাবিলাসদ্বীপ ইউনিয়নের মোহাম্মদ হাসানের পুত্র। গত বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৭ এর একটি টিম তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানান, পাঁচুরিয়া এলাকায় কিছুদিন ধরে একটি কম্পিউটারের দোকানে ভোটার কার্ড, পরিচয়পত্রসহ বিভিন্ন জালিয়াতির কাজ করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায় এবং দোকানদারকে গ্রেপ্তার করে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ভোটার কার্ড জালিয়াতি সংক্রান্তে থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। তদন্ত করা হচ্ছে এতে অন্য কেউ জড়িত কিনা।