কমিউনিটি ও বিট পুলিশিং চান্দগাঁও থানার মতবিনিময়

3

কিশোর অপরাধ দমন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে কমিউনিটি ও বিট পুলিশিং চান্দগাঁও থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ এপ্রিল নগরীর কাপ্তাই রাস্তার মাথায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসেন। সভাপতিত্ব করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ডের কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, থানা কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, মোহরা ওয়ার্ডের সহ-সভাপতি এস এম আনোয়ার মীর্জা, কমিউনিটি পুলিশিং বিট নম্বর-৪০ এর সভাপতি আলমগীর, কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা রফিক কোম্পানি প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে কিশোর গ্যাং সমাজের জন্য মারাত্মক ব্যধিতে পরিণত হয়েছে। কিশোর গ্যাংয়ের কারণে সমাজের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। যতই দিন যাচ্ছে, এই গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে। উঠতি বয়সের ১৫-১৭ বছরের কিশোররাই কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে। বিজ্ঞপ্তি