কমার্স কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

20

 

সরকারি কমার্স কলেজের ৯২-৯৩ শিক্ষাবর্ষের বিকম (সম্মান) হিসাবিবজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র-ছাত্রীদের অনলাইন গ্রুপের আয়োজনে গত ২৮ জুলাই ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনা করে আলোকপাত পর্ব-১৬ নামে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারের শুরুতেই প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর একান্ত সচিব ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব, বিনিয়োগ বোর্ডের নির্বাহি চেয়ারম্যান ড. এস.এম. সামাদ ও বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গণসংগীতশিল্পী, রাজপথে হাল না ছাড়া সৈনিক ফকির আলমগীর এর স্মরণে স্মৃতিচারণ করে গভীর শোক, শ্রদ্ধা জ্ঞাপন ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। ওয়েবিনারে প্রিয় শিক্ষাঙ্গণ কমার্স কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বাংলাদেশসহ সমগ্র বিশ্বে করোনায় মৃত্যু বরণকারী সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং আক্রান্ত সকলের দ্রæত সুস্থতা কামনায় মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করেন ব্যাচের প্রাক্তন ছাত্র, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী মেহেদী হাসান লিটন। ওয়েবিনারের দ্বিতীয় পর্বে এক্স ক্যাডেট মাহবুবুল ইসলাম রাজিব এর সঞ্চালনায় শুরু হয় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় পর্ব। এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. জমির উদ্দিন সিকদার সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ বাংলাদেশসহ সমগ্র বিশ্ব বিপন্ন। আমরা ভীত না হয়ে সচেতন হই। এছাড়াও এ ওয়েবিনারের আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট সংগঠক ও মানবাধিকার কর্মী রোটারিয়ান আবুল বশর, বিশিষ্ট সংগঠক কামরুল আলম, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী, বিশিষ্ট সংগঠক ও মানবাধিকার কর্মী এডভোকেট মো.মাহবুবুল ইসলাম, বান্দরবান সরকারি কলেজের সহকারি অধ্যাপক আকতার হোসেন, আন্তঃ সন্ত্রাস দমন কমিশনের সিনিয়র অফিসার আবদুল্লাহ আল মাহফুজ, নুরুল আফসার, এক্স-ক্যাডেট সেলিম মিয়া, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী হুমায়ন কবির ঢালী, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী আরামিট গ্রুপের ম্যানেজার উৎপল পাল, বিশিষ্ট সংগঠক ফরহাদ হোসেন, সরোয়ার কামাল, চট্টগ্রাম নেভী কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ ইকবাল, সজয় লাল মজুমদার, কুতুব উদ্দিন, আসরাফ হোসেন খান সুজন, মোঃ সিরাজ উদ্দিন, রেজাউল ইসলাম, মোফাজ্জল করিম কিসলু এবং সুদূর ফ্রান্স থেকেও যুক্ত হয়ে এ ওয়েবিনারে শুভেচ্ছা বিনিময় করেন রহমত উল্লাহ্ চৌধুরী সুজন।