কমার্স কলেজে শিক্ষক পরিষদ পুননির্বাচিত

40

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে শিক্ষক পরিষদ নির্বাচনে (২০১৯-২০২০) সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস এম রুবাইয়াত ফাহিম। টানা তৃতীয়বারের মতো সম্পাদক নির্বাচিত হলেন তিনি। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বীতা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন।
এর আগে বিনা প্রতিদ্ব›দ্বীতায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হন বিজ্ঞান বিভাগের প্রভাষক রাজিয়া সুলতানা ও অর্থ সম্পাদক পদে ইংরেজি বিভাগের প্রভাষক রাজীব চৌধুরী।
বর্তমান নির্বাচিত প্যানেল ২০১৭-১৮ ও ২০১৮-১৯ সাল থেকেই সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
পরে জয়ী ও বিজয়ী প্রার্থী একসাথে কাজ করে ঐতিহ্যবাহী এই কলেজের সার্বিক উন্নয়ন সুনাম অক্ষুণœ রাখার অঙ্গীকার করেন। পরে পুনরায় নির্বাচিত প্যানেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিজ্ঞপ্তি

হালিম (র.)’র শাহাদাৎবার্ষিকী উপলক্ষে যুবসেনা উত্তর জেলার পুষ্পস্তবক অর্পণ

ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ-সাধারণ সম্পাদক যুবনেতা আমান উল্লাহ আমান বলেন, শহীদ মুহাম্মদ আব্দুল মোস্তাফা হালিম (র.) সত্য ও ন্যায়ের পথে অকুতোভয় সৈনিক ছিলেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ১৯৮৪ সালে চট্টগ্রাম রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা তৈয়্যবীয়া মাদ্রাসায় রাত্রে ঘুমানো অবস্থায় স্বাধীনতা বিরোধী জঙ্গীবাদী জামাত-শিবির ক্যাডারদের নির্মম ছুরিকাঘাতে শাহাদাত বরণ করেন আব্দুল মোস্তাফা হালিম। তিনি আরো বলেন, তারা মনে করেছে শহীদ হালিমকে হত্যা করে সত্যের সৈনিক ছাত্রসেনার অগ্রযাত্রাকে ব্যাহত করবে।
গত ১৫ জুলাই বিকালে ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ মুহাম্মদ আব্দুল মোস্তাফা হালিম (রহ.) এর মাযারে পুষ্পস্তবক অর্পন করেন যুবনেতা আমান উল্লাহ আমান, মাওলানা সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন, জাকির হোসেনসহ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

‘অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কার-২০১৯’ আহবান

‘অক্ষরেই অমরত্ব’ এই শ্লোগানকে লালন করেই ২০১৭ সালে সাহিত্যাঙ্গনে পদার্পণ ঘটে ‘অক্ষরবৃত্ত প্রকাশন’র। বাংলাভাষায় সাহিত্যচর্চাকে উম্মুক্ত করতে নিবেদিন প্রাণ সাহিত্যিকগণের অনুপ্রেরণা দেওয়ার উদ্দেশ্যে ২০১৮ সালে প্রথমবারের মতো ঘোষিত হয় ‘অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কার’। দ্বিতীয়বার মতো এবারও ‘অক্ষরবৃত্ত প্রকাশন’ ‘অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কার-২০১৯’ আহবান করেছে। এই পুরস্কারের জন্য বিশ্বের যেকোনো দেশের বসবাসরত একজন বাংলাদেশী লেখক ৫টি ক্যাটাগরিতে সর্বোচ্ছ ২টিতে মোট ১৮টি বিষয়ে পান্ডুলিপি জমা দিতে পারবে। যত্রাক্রমে ক্যাটাগরি সমূহ- কবিতা (কবিতা, কিশোর কবিতা ও গীতিকাব্য), গল্প (গল্প, ছোট গল্প, অনুগল্প ও শিশু-কিশোর উপযোগী গল্প), উপন্যাস (উপন্যাস, কিশোর উপন্যাস ও ভ্রমণকাহিনি), প্রবন্ধ (প্রবন্ধ, গবেষণা ও অনুবাদ), শিশুসাহিত্য (ছড়া, রূপকথা, ভৌতিক, গয়েন্দা ও সাইন্স ফিকশন)। পান্ডুলিপি জমা দেওয়ার নিয়ম- আগামী ৩০ আগস্ট ২০১৯ এর মধ্যে খামের উপর ‘অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কার-২০১৯’ লিখে কম্পিউটার কম্পোজ করে ১৪ ফন্টের প্রিন্ট পান্ডুলিপির হার্ডকপি শুধুমাত্র কুরিয়ার যোগে জমা দিতে হবে। ইতোপূর্বে অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত লেখকগণ এ পুরস্কারে অংশগ্রহণ করা যাবে না। জুড়ি বোর্ডের মাধ্যমে নির্বাচিতদের পুরস্কার হিসেবে লেখকগণ পাবেন নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও ২০২০ অমর একুশে গ্রন্থমেলায় পান্ডুলিপি গ্রন্থাকারে প্রকাশ করা হবে। পান্ডুলিপি জমা দেওয়ার ঠিকানা- নজির আহমদ বাইলেইন, হাজী ইকবাল বিল্ডিং (৩য় তলা), আন্দরকিল্লা, চট্টগ্রাম- ৪০০০। বিজ্ঞপ্তি