কমনওয়েলথ গেমসে সরাসরি খেলতে পারছেনা বাংলাদেশ

13

এবারই প্রথম কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট সংযুক্ত করা হয়েছে। তবে টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। যেখানে বাছাইপর্ব ঊতীর্ণ হয়ে জায়গা করে নেওয়ার সুযোগ অছে রুমানা আহমেদ-সালমা খাতুনদের। স্বাগতিক ইংল্যান্ড ও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি দল অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি খেলার সুযোগ পেয়েছে ।
ইংল্যান্ডের বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের ২২তম আসর ২০২২ সালের ২৮ জুলাই শুরু হয়ে শেষ হবে ৮ অগাস্ট। আসরে অষ্টম দল নির্বাচন করা হবে বাছাই পর্বের মাধ্যমে। ২০২২ সালের ৩১ জানুয়ারি শুরু হবে বাছাইয়ের টুর্নামেন্টটি। এর বিজয়ী দল অংশ নেবে মূল প্রতিযোগিতায়। এর আগে ১৯৯৮ সালের আসরে কমনওয়েলথ গেমসে প্রথমবার ক্রিকেট যোগ করা হয়েছিল । ৫০ ওভার ক্রিকেটের একটি প্রতিযোগিতা হয়েছিল, যেখানে দক্ষিণ আফ্রিকা পুরুষ দল সোনা জিতেছিল।