কমছে দূরত্ব, সৌদিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

20

প্রায় তিন বছর পর সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্কের জট কাটতে চলেছে। সোমবার সৌদি আরবে পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। ২০১৮ সালের পর তুরস্কের কোনো প্রশাসনিক কর্তা অথবা রাষ্ট্রদূত সৌদি আরবে যাননি। দুই দেশের মধ্যে কোনো আলোচনাও হয়নি। সাংবাদিক জামাল খাসগজির হত্যাকান্ডের পরে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। তুরস্কে আরব দূতাবাসের ভিতরে খাসোগির হত্যা হয় বলে অভিযোগ। তার দেহও লোপাট করা হয়েছিল।
খাসোগির বিয়ে করার কথা ছিল তুরস্কের এক নারীকে। তার ঠিক আগেই তাকে হত্যা করা হয়। বিষয়টি নিয়ে গোটা বিশ্বেই আলোড়ন শুরু হয়। তখন থেকেই তুরস্ক সৌদি আরবের সঙ্গে দূরত্ব তৈরি করে। এতদিন পর সেই দূরত্ব কাটতে চলেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে ড্রোন বিক্রি করতে পারে তুরস্ক। সে বিষয়ে আলোচনা হয়েছে। সৌদি আরব আগেই তুরস্কের কাছে ড্রোন চেয়েছিল।