কবে চালু হবে চট্টগ্রাম-দোহাজারী ট্রেন

36

বিভিন্ন তথ্য উপাত্তের হিসাবে আমরা জানি দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় বাংলাদেশ রেলওয়ে তথা চট্টগ্রাম-দোহাজারী রেলের কোনো উন্নয়ন দেশ স্বাধীন হবার রপওে আর চোখে পড়েনি। স্বাধীনতার পূর্ববর্তি সময়ে দৈনিক ৬ জোড়া ট্রেন সাধারণ যাত্রী নিয়ে আসা যাওয়া করত। বর্তমান সময়ে তলানিতে এসে সকালে বিকালে একটি ট্রেন যাওয়া আসা করত। কিন্তু সেই একটা ট্রেন মাসাধিককাল বন্ধ। কি কারণে বন্ধ তার কোনো সঠিক খবর নেই। গরিব যাতায়াতকারী, স্বল্প বেতনভুক্ত মানুষ কি কওে যাওয়া আসা করবে রেল কর্তৃপক্ষ ভেবেছেন কি? বলা হয়, রেলের লোকবল কম- যে কারণে যাত্রী সাধারণ নিজেদের উদ্যোগে যাতে বিনা টিকেটে কেউ যাওয়া আসা করতে না পারে তা দোহাজারী যাত্রী কমিটি দেখাশুনা করে। কিন্তু একটি মাত্র ট্রেন সেটি বন্ধ হয়ে পড়ায় যাত্রীদের অবস্থা এখন অত্যন্ত শোচনীয়। চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ১২-১৩ স্টেশনের নিয়মিত যাত্রীদেও এখন আসাযাওয়ায় গুণতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া।
অন্যদিকে যানজট আর সময়ক্ষেপণের কারণে যারা নির্দিষ্ট সময়ের যাত্রী তাদেও ভোগান্তির শেষ নেই। রেলের খামখেয়ালীপনার জন্য চট্টগ্রাম-দোহাজারী ট্রেন বন্ধ করা হয়েছে যাত্রীদেও বলতে শুনা যায়। অন্যদিকে বাস চলাচলকারীদের সাথে রেলের কর্মচারীদের যোগসাজশে এই ট্রেন বন্ধ কওে দেওয়া হয়েছে বলেও বলতে শোনা যাচ্ছে। কিন্তু সমস্যার সঠিক কারণ জেনে পুনরায় চট্টগ্রাম-দোহাজারী ট্রেন চালু করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হল।

অজিত দাশ
পটিয়া, চট্টগ্রাম