কবি সুফিয়া কামাল স্মরণে সাহিত্য পাঠচক্রের সভা

20

দেশের বিশিষ্ট কবি, বুদ্ধিজীবী ও নারী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ বেগম সুফিয়া কামালের ২১তম মৃত্যুবার্ষিকী স্মরণে জননী সাহসিকা শীর্ষক সাহিত্য সন্ধ্যা গত ১৬ নভেম্বর সন্ধ্যায় ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। এতে আলোচনা, সঙ্গীত ও আবৃত্তিতে অংশ নেন পশ্চিমবঙ্গের কবি ও সাহিত্যিক রাজীব ঘাঁটি, আগরতলার নজরুল সঙ্গীতশিল্পী শিউলী বেগম, সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী, সুকুমার দে, কাকলী দাশ গুপ্তা, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, আসিফ ইকবাল, বিজয় শংকর চৌধুরী, সুমন চৌধুরী, সাফাত সানাউল্লাহ। তবলায় ছিলেন কাব্য দাশ, প্রীতম আচার্য, সুচয়ন দে জয় প্রমুখ। সভায় বক্তারা বলেন মহিয়সী নারী কবি সফিয়া কামাল তাঁর নারী শিক্ষা, আন্দোলন ও নেতৃত্বের মহানুভতার জন্য প্রজন্মের মাঝে যুগ যুগ বেঁচে থাকবে। কবি সুফিয়া কামালরায় এদেশের মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিমশাল হয়ে আমাদেরকে ঋদ্ধ করেছে। বিজ্ঞপ্তি