কবি শামসুন শিপ্তির ‘নির্জন শঙ্খ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

15

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত একুশে বইমেলায় গতকাল বিকাল ৫টায় কবি শামসুন শিপ্তির লেখা কবিতার বই ‘নির্জন শঙ্খ’ এর মোড়ক উন্মোচন করেন দৈনিক পূর্বদেশ’র নির্বাহী সম্পাদক জহুরুল ইসলাম। এসময় তিনি সাহিত্য চর্চায় নতুনদের স্বাগত জানিয়ে বলেন, কেবল দৃষ্টিনন্দন প্রকাশনায়
নয় লেখককে তার জায়গা করে নিতে হবে লেখনীর মাধ্যমে। যা লিখছি তা যেন মানসম্পন্ন হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে প্রকাশকদের দায়িত্বও রয়েছে। বই যদি পাঠক টানতে না পারে তাহলে বইমেলা কেবল অবসর বা ছুটির দিনে ঘোরাঘুরির মেলায় পরিণত হয়। তিনি ‘নির্জন শঙ্খ’ কাব্যগ্রন্থের কবিতাগুলোকে জীবন ও স্বপ্নের শিল্পীত রূপকল্প হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, গ্রন্থটি পাঠক সমাদৃত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি-প্রিজন মোহাম্মদ আলতাফ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, সহযোগী অধ্যাপক উত্তম বড়ুয়া, মেলা কমিটির আহব্বায়ক ও কাউন্সিলর অধ্যাপক
নেসার আহমেদ মন্জু, সরকারি কর্মকর্তা কাজী রাজিব রোবায়েদ, কবি
জামিল হাদী, সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, মোরশেদ আলম, মো. দেলোয়ার, ডা. মুনতাসীর শুভ, ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, মনিরুল ইসলাম, আনোয়ার পলাশ, আব্দুল্লাহ আল সাইমুন, হাসমাত খান আতিফ,
এম ইউ সোহেল প্রমুখ। ডিআইজি-প্রিজন আলতাফ হোসেন বলেন,
নির্জন শঙ্খ কবিতার বইটি পাঠে চমৎকার অভিজ্ঞতা অর্জন হবে।
কবিতা সবসময় মানুষকে উজ্জীবিত করে। বিজ্ঞপ্তি