কবি নজরুল জয়ন্তী ২৫ মে

5

 

আগামী ২৫ মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সম্মিলিত নজরুল জয়ন্তী উদ্যাপন পরিষদ প্রতি বছরের মত এবারও চট্টগ্রাম ডিসি হিল পার্কের নজরুল মঞ্চে অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সমিলিত নজরুল জয়ন্তী উদ্যাপন পরিষদ বিগত ১৯৯০ সাল থেকে প্রতি বছর সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ এর সার্বিক তত্ত্বাবধানে সম্মিলিতভাবে অনুষ্ঠানমালার আয়োজন করে আসছে। তবে গত দুই বছর করোনার কারণে এই আয়োজন বন্ধ রাখতে হয়।
এবারের অনুষ্ঠানসূচি চূড়ান্তকরণ ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে পর্যালোচনার লক্ষে পরিষদের সভা অনুষ্ঠিত হয়। নাট্যজন আহমেদ ইকবাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অলক ঘোষ, বিক্রম চৌধুরী, সুচরিত দাশ খোকন, রমিজ আহমেদ, মোহাম্মদ আলী টিটু, প্রদীপ খাস্তগীর, আবদুল হাদী, এ কে এম ইসমাইল, শান্তনু দাশ, রিপন বড়–য়া প্রমুখ। এর মধ্যে রয়েছে সংগঠনভিত্তিক দলীয় সংঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা। বিকেল পাঁচটায় অনুষ্ঠিতব্য নজরুল জয়ন্তীর শুরুতে সূচনা বক্তব্যের পরপরই মঞ্চে সংগীত পরিবেশন করবে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, কুসুম ললিতকলা একাডেমী ও কলাবন্তী সংগীত একাডেমি। নৃত্য পরিবেশন করবে ঘুঙ্গুর নৃত্যকলা কেন্দ্র, সঞ্চারী নৃত্যকলা একাডেমি ও স্কুল অব ক্ল্যাসিক এন্ড ফোক ডান্স। আবৃত্তি পরিবেশন করবে প্রমা আবৃত্তি সংগঠন ও বোধন আবৃত্তি পরিষদ। বিজ্ঞপ্তি