কবি নজরুল একাডেমির ভাষা উৎসব

28

জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কবি নজরুল একাডেমি চট্টগ্রামের আয়োজনে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ভাষা উৎসব।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাপানের অনারারি কনস্যুলার নুরুল ইসলাম। আবৃত্তি শিল্পী ও কবি নজরুল একাডেমি চট্টগ্রামের পরিচালক জেবুন্নাহার শারমিন ও উম্মে সালমা নিঝুমের উপস্থাপনায় একাডেমির শিশু-কিশোররা দেশের গান, আবৃত্তি, নৃত্যের প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনায় মাতান জেলা শিল্পকলা একাডেমির মঞ্চ। এতে উপস্থিত ছিলেন কবি নজরুল একাডেমি চট্টগ্রামের নির্বাহী পরিচালক নুরনবী।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন জনপ্রিয় উপস্থাপিকা নবনীতা চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, কেয়ার নিউট্রেশনের সিনিয়র ম্যানেজার মাহবুবুল আলম। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবু সালেক বীর প্রতীককে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। তার হাতে কবি নজরুল একাডেমির পক্ষ থেকে সম্মাননা তুলে দেন ফ্যাশন ডিজাইনার রওশন আরা।
এছাড়া চট্টগ্রাম এলিমেন্টরী স্কুলের প্রধান শিক্ষক জয় সেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন একাডেমির নির্বাহী পরিচালক নুরনবী ওবং একাডেমি উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান। অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমারকে সম্মাননা স্মারক তুলে দেন একাডেমির পরিচালক জেবুন নাহার শারমিন।