কবি নজরুলের প্রতিকৃতিতে সাংস্কৃতিক দলের শ্রদ্ধাঞ্জলি

19

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম’র উদ্যোগে নজরুল স্কয়ারে নজরুল প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে কবির ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সংগঠক মো. আবুল কাশেম, সংগঠনের যুগ্ম সম্পাদক জানে আলম, মো: ওসমান, বিশিষ্ট সংগঠক কবি সাহিত্যিক আবদুল্লাহ মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওমর আলী রনি, সংগঠক মো: আবদুর শুক্কুর, ওমর ফারুক ছায়েম প্রমুখ। নেতৃবৃন্দ কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কবির সংগ্রামী কবিতা সমুহ নিয়ে আলোচনা করেন। আজ দেশের প্রেক্ষাপট যেই অবস্থা চলছে সরকারের দুর্নীতি হায় হায় খায় খায় দেশের মানুষ দুর্ভিক্ষে দুশাসনের কথা একদিন কবির কবিতার মধ্য দিয়ে মানুষের মাঝে সংগ্রামী চেতনা উদ্বুদ্ধ করেছেন। কবির কবিতায় জাগরনা সৃষ্টি করছেন দেশের স্বাধীনতার সংগ্রামের চেতনা নিয়ে। এই চেতনাকে ধারণ করে স্বাধীনতা রক্ষার সংগ্রামে এগিয়ে আসতে হবে সকলকে। বর্তমানে দুর্নীতি দুশাসনের বিরুদ্ধে বিপন্ন গণতন্ত্র উদ্ধার করতে হবে সংগ্রামের মধ্য দিয়ে। জাতীয় কবি কাজী নজরুল তাঁর কবিতার মাধ্যমে দেশের সকল বিপ্লবী সংগ্রামী বিপদগ্রস্থ মানুষকে পথ প্রদর্শন করে গেছেন। সংগঠনের নেতৃবৃন্দ আরো বলেন জাতীয় কবি জাতির এক অমূল্য সম্পদ। কবির স্মৃতি রক্ষা করা সরকার সহ সকলের দায়িত্ব। বিজ্ঞপ্তি