কবি ও শিল্পী সাফায়াত খান আর নেই

9

শিল্পী, অভিনেতা ও লেখক সাফায়াত খান আর নেই। তিনি গতকাল রবিবার সকাল ৯টায় নগরীর দক্ষিণ নালাপাড়ার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী রেখে যান।
জানা যায়, দীর্ঘদিন দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন সাফায়াত খান। তার মৃত্যুতে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া তার বাসভবনে ভিড় করেন অসংখ্য কবি সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও নাট্যকর্মীরা।
শিল্পী শাফায়াত খানের নামাজে জানাজা গতকাল রবিবার বাদ আসর নালাপাড়ার সিটি মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর তাকে গরীবুল্লাহ শাহ মাজার কবরস্থানে দাফন করা হয়।
শিল্পী সাফায়াত খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছবি আঁকার পাশাপাশি তিনি অভিনয় এবং নিয়মিত গল্প, কবিতা লিখতেন। তিনি অঙ্গন থিয়েটার ইউনিটের সঙ্গে জড়িত থেকে এই সংগঠন প্রযোজিত বহু নাটকে অভিনয় করেন। সাফায়াত খানের লেখা গল্পগ্রন্থের নাম ‘অলৌকিক মেয়ে মানুষ’। বিজ্ঞপ্তি